আনিসুর রাহমান ,স্পোর্টস ডেস্ক: ইউরো কাপের সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি | শেষ ৩৩ ম্যাচে পরাজিত হয়নি ইতালি | নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে থাকার পর ইতালি সেমিফাইনাল জিতে নেয় পেনাল্টি শুট-আউটে। শুট-আউটের ফলাফল ইতালির পক্ষে ৪-২।
এপর্যন্ত কোনও দল ইউরোর একটি আসরে দু’বার পেনাল্টি শুট-আউটে জেতেনি। স্পেন ইতালির কাছে শুট-আউটে হেরে বসায় সেই ট্র্যাডিশন বজায় রইল। কেননা স্পেন কোয়ার্টার ফাইনালে শুট-আউটে পরাজিত করে সুইজারল্যান্ডকে।
কোয়ার্টার ফাইনালে স্পেন পেনাল্টি শুট-আউটে ৩-১ গোলে পরাজিত করে সুইজারল্যান্ডকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। অন্যদিকে, ইতালি শেষ আটের লড়াইয়ে ২-১ গোলে হারিয়েছিল বেলজিয়ামকে। এবার ফাইনালের উঠার লড়াইয়ে সম্মুখসমরে নামে ইতালি ও স্পেন। পেনাল্টি শুট-আউটে স্পেনকে হারিয়ে খেতাবি লড়াইয়ে বাজিমাত ইতালি।
ফাইনালে ইতালি মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম ডেনমার্ক ম্যাচের বিজয়ী দলের|
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584