নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ছত্তিশগড়ে সহকর্মীর ছোঁড়া গুলিতে ৫ আইটিবিপি-র (ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ) নিরাপত্তা কর্মী মারা গেছেন বলে জানা গিয়েছে। পরে অভিযুক্ত আইটিবিপি কর্মী নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হন। সূত্রের খবর, ছত্তিশগঢ়ের নারায়ণপুর জেলায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ শিবিরে ঘটা ওই ঘটনায় মোট ৬ জন কর্মী মারা গিয়েছেন, পাশাপাশি আহত হয়েছেন আরও ২ জন।
রায়পুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে নারায়ণপুরে আইটিবিপি-র ৪৫ তম ব্যাটিলিয়নের কাদেনার ক্যাম্পে এই ঘটনা ঘটেছে বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন সেখানকার ইন্সপেক্টর জেনারেল (বাস্তার রেঞ্জ) সুন্দররাজ পি।
প্রাথমিক খবর অনুযায়ী, একজন আইটিবিপি জওয়ান হঠাৎ করেই নিজের সার্ভিস রিভালভার দিয়ে তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। তাঁর চালানো গুলি লেগেই আরও ৫ সহকর্মী আহত হন। অন্যদিকে মৃত্যুর সাথে এখনও পাঞ্জা লড়ছেন ২ জন ।
আরও পড়ুনঃ আশাহত নাবালিকার মন রাখতে মাজারোই পরিবারের সাথে সাক্ষাতে ক্রাউন প্রিন্স
সূত্রের খবর অনুযায়ী, বহুদিন কাজ থেকে ছুটি না পেয়ে হতাশায় ভুগছিলেন অভিযুক্ত আইটিবিপি কর্মী, তার জেরেই ওই ঘটনা ঘটান তিনি। তবে গোটা ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আহত আইটিবিপি কর্মীদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে বলে জানান ইন্সপেক্টর জেনারেল। পাশাপাশি তিনি আরও জানান যে, নারায়ণপুরের পুলিশ সুপার মোহিত গর্গ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সরেজমিনে তদন্ত করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584