মনিরুল হক, কোচবিহারঃ
নারীর উন্নয়নের পথে নতুন আসার আলো “জাগো”। শহর ও গ্রামের স্বনির্ভর দলগুলির ক্ষমতায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের বিশেষ প্রকল্প এই জাগো। শুক্রবার এই প্রকল্পের সূচনা হয় কোচবিহার শহরের উৎসব অডিটোরিয়ামে।
এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কার্ডিয়ান, এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক জ্যোতির্ময় তাঁতি ও অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা বাদেও জেলা পরিষদের সহ সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, চৈতি বর্মণ (বড়ুয়া) প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিনের অনুষ্ঠান উদ্বোধন করে জেলাশাসক বলেন, এই জাগো প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর দলগুলি আরও বেশী কাজ করতে পারবে। এটা রাজ্য সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ।
প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর কাজে যুক্ত মহিলারা তাঁদের আরও ভালো করে তুলে ধরতে পারবে। পাশাপাশি এই প্রকল্পে নথিভুক্ত সমস্ত স্বনির্ভর দলকে বার্ষিক হারে ৫০০০ টাকার আবর্তন তহবিল দেওয়া হবে। এছাড়া গ্রাম বা শহর এই প্রকল্প যেখানেই হোক না কেন তাকেই সমস্ত সহযোগিতা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584