বেহাল সেতু,ভারী যান চলাচলে বিপর্যস্ত জয়দেব মন্দির

0
95

পিয়ালী দাস,বীরভূমঃ

Jaidev temple worsens heavy traffic at behala setu
ক্ষতিগ্রস্ত মন্দিরের শিল্পকর্ম।নিজস্ব চিত্র

অজয় নদের উপর ইলামবাজার সেতুর অবস্থা বেহাল।এর ফলে প্রাচীন জয়দেব মন্দিরের সামনে দিয়ে চলাচল করছে ভারী যান।ফলত কম্পন ও দূষণে নষ্ট হচ্ছে মন্দির ও তার কারুকার্য।এই অভিযোগ স্থানীয় বাসিন্দা সহ মন্দির কর্তৃপক্ষের।মন্দিরের সামনের রাস্তা দিয়েই ছয় থেকে শুরু করে দশ চাকার লরি, ডাম্পার,কন্টেনার ফেরিঘাট হয়ে বর্ধমানের দিকে যাতায়াত করছে।
বোলপুর থেকে ইলামবাজার হয়ে পানাগড় যাওয়ার পথে অজয় নদের সেতু পারাপার করতে হয়। সেখানকার মূল সেতুই হল ইলামবাজার সেতু। ১৪ নম্বর রাজ্য সড়কের এই সেতুর উপর দিয়ে দিনে কয়েক হাজার ভারী যান চলাচল করে।ফলত,বর্তমানে সেতুর অবস্থা বেহাল। প্রশাসন এই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।যদিও এই নিষেধাজ্ঞা মাঝেমধ্যে মানা হচ্ছে না বলে অভিযোগ।মাঝে মাঝেই পারাপার হচ্ছে বড় গাড়ি।তবে সেতু দিয়ে বড় যান চলাচল এক প্রকার বন্ধ থাকায় জয়দেব মন্দিরের সামনের রাস্তা দিয়ে ফেরিঘাট হয়ে শুরু হয়েছে যান চলাচল। প্রাচীন একটি মন্দিরের ঠিক সামনে দিয়ে এই ভাবে যান চলাচলে ক্ষতি হচ্ছে মন্দিরের বলে মনে করছেন সকলেই।ভারী গাড়ি যাওয়ার সময় কম্পনে মন্দিরের ক্ষতি তো হচ্ছেই।পাশাপাশি, ধোঁয়ার জন্য দূষণে নষ্ট হচ্ছে মন্দিরের ঐতিহ্যবাহী টেরাকোটার শিল্পকর্মগুলিও।প্রাচীন এই মন্দিরকে বাঁচাতে এই এলাকায় বড় যান চলাচল বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইলামবাজার সেতু সংস্কারের জন্য প্রাচীন জয়দেব মন্দিরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর এই মন্দির প্রতিষ্ঠা করেন।অজয় নদের তীরে কবি জয়দেবের জন্মভিটে হিসাবে পরিচিত স্থানে রাধা বিনোদের এই মন্দিরটি নির্মাণ করেন তিনি। জয়দেব মন্দির নামেই পরিচিত এই মন্দিরটি। মূলত চুন সুড়কি দিয়ে তৈরি ৬০ ফুটের এই মন্দিরটি। এছাড়াও, মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার প্রাচীন কারুকার্য।সেই কারুকার্যে বর্ণিত রয়েছে রামায়ণ, মহাভারত,শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনি। মন্দিরের ভিতরে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিও আছে।মন্দিরের ক্ষতির প্রসঙ্গে জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, “এক বছরের মধ্যেই ইলামবাজার সেতুর কাজ শেষ হয়ে যাবে। মন্দির বাঁচাতে বিকল্প রাস্তার কথা ভাবা হচ্ছে।”

আরও পড়ুন: ‘খেল ইন্ডিয়া’ প্রকল্পে পঞ্চাশ কোটি পাচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here