সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলা রাজ্যের পিছিয়ে পড়া একটি জেলা আর সেই জেলার বহু মানুষ পরিযায়ী শ্রমিকের কাজে দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত আছেন।একময়ে বাঙলা বিহার উড়িষ্যার রাজধানীর গৌরব ছিল মুর্শিদাবাদের, কিন্তু বর্তমানে পিছিয়ে পড়ার জেলাগুলির মধ্যে একটি হল মুর্শিদাবাদ।যেখানে নেই কোনো কর্মসংস্থান।তাই পেটের তাগিদে মানুষকে ছুটতে হয় কেরল,মুম্বাই,দিল্লি সহ হায়দরাবাদের মত একাধিক রাজ্যে।সেখানে কেও রাজমিস্ত্রির কাজ করেন কেও হোটেলে আবার কেও পাইপ লাইনের কাজ করেন।
তেমনি মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের এক পরিযায়ী শ্রমিক দীর্ঘ চার বছর ধরে কেরলে প্রেম্বাবুর থানা এলাকায় জলের পাইপ বসানোর কাজ করতে গিয়েছিলেন।শনিবার সকালে প্রতিদিনের মত এদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাইরে হাঁটাহাঁটি করতেই হটাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করেন তিনি এবং মাটিতে পড়ে যান। সঙ্গে থাকা সহকর্মীরা তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পরিযায়ী শ্রমিক ইদুল হাসান (৫২) কে।
আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জ থানাতে হারানো ফোন উদ্ধার ও রক্তদান
এই খবর গ্রামের বাড়িতে আসতেই কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার সহ এলাকার মানুষ।শেষবারের মত মুখটা দেখার অপেক্ষায় বসে আছেন সকলে। পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি চলে গেলেন এখন কিভাবে সংসার চলবে সেই নিয়ে চিন্তায় চিন্তিত পরিবার।সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন পরিবার থেকে গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584