জলঙ্গি নদী বিষয়ে সচেতনতার বার্তা দিতে আখেরীগঞ্জ থেকে মায়াপুর সাইকেল ভ্রমণ

0
65

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

জলের অপর নাম জীবন। আর এই জলের অন্যতম বড় মাধ্যম নদ-নদী। মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকার উপর দিয়ে প্রবাহিত অতি প্রাচীন জলঙ্গি নদী। এই নদীর উৎস আখেরীগঞ্জ এবং এর মোহনা মায়াপুর। এই নদী দিয়ে এক সময় হাজার মন ওজনের নৌকা চলাচল করতো।  নদীর জলে খেলা করত কচিকাঁচা সেই নদী আজ মৃতপ্রায়।

নিজস্ব চিত্র

বর্ষার কয়েক মাস ছাড়া এই নদীতে আর জল থাকে না বললেই চলে। আর এই নদী সম্পর্কে মানুষকে সচেতন করতে সাইকেলে চড়ে আখেরীগঞ্জ থেকে মায়াপুর পর্যন্ত ভ্রমণ  উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন কৃষ্ণনগরের দুই যুবক অমরেশ এবং রজত। আজ আখেরীগঞ্জ থেকে শুরু করে ডোমকলে এসে পৌঁছন তাঁরা। ডোমকলে এসে আলাপ হয় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী খন্দকার ওমর ফারুকের সঙ্গে। তাঁদের সঙ্গে অনেক ভাব বিনিময় হয়, এই মহৎ কাজ কে সম্মান জানিয়ে তাঁদের সংবর্ধিত করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here