শ্রুতিছন্দ লালবাগ-এর উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী ও কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী

0
106

শুভব্রত সরকার,  মুর্শিদাবাদঃ

৩১ বছরের আবৃত্তি অনুশীলন  কেন্দ্র শ্রুতিছন্দ লালবাগ-এর উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ও কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে বাঙালীর দুই প্রাণের কবিকে শ্রদ্ধা জানিয়ে “কবিপ্রণাম” অনুষ্ঠান অনুষ্ঠিত হলো লালবাগ আস্তাবল মাঠে । সামগ্রিক অনুষ্ঠান নির্দেশনায় শ্রুতিছন্দের প্রধান নির্দেশক, জেলার স্বনামধন্য বাচিক শিল্পী ইন্দ্রনীল রায়। সহ-নির্দেশনা শুচিস্মিতা সাহা।

নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানটি উদ্বোধন হয় শ্রুতিছন্দের বিভিন্ন শাখার ছাত্র ছাত্রীদের সমবেত আবৃত্তি ও বৈদিক স্তোত্র উচ্চারণের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে শ্রুতিছন্দ লালবাগ শাখা ছাড়াও শ্রুতিছন্দ বহরমপুর শাখা, শ্রুতিছন্দ রঘুনাথগঞ্জ শাখা  এবং শ্রুতিছন্দের অনলাইন শিক্ষার্থী, সুদূর মুম্বাই, কলকাতা, হাওড়া থেকে আগত ছাত্র ছাত্রীবৃন্দ।  শ্রুতিছন্দের সভাপতি সম্মাননীয় ডাঃ শিখা সাহার সঙ্গীত পরিবেশন  সকলকে মুগ্ধ করেছে।

আরও পড়ুনঃ এসআইওর উদ্যোগে কেরিয়ার গাইডেন্স ক্যাম্প মুর্শিদাবাদে

শ্রুতিছন্দের সহজপাঠ বিভাগ পরিবেশন করেছে ছোটোদের রবীন্দ্রনাথ ও আমাদের নজরুল, লালবাগের বীরপুরুষ বিভাগ পরিবেশন করেছে আবৃত্তি আলেখ্য “বিদ্রোহী রণ-ক্লান্ত”, লালবাগ সুচেতনা বিভাগ পরিবেশন করেছে ইন্দ্রনীল রায়ের লেখা  *কবিগান ” মনীষীমঙ্গল কাব্য” এবং সমবেত প্রযোজনা বন্দীবীর ও আবৃত্তি আলেখ্য প্রভাত রবির কর। বহরমপুর শ্রুতিছন্দ শাখা পরিবেশন করেছে আবৃত্তি আলেখ্য ” দুই বাংলার কবি”। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলো রঘুনাগঞ্জ শ্রুতিছন্দের সুচেতনা বিভাগ থেকে বর্ণক পাল এবং  স্বাগতা মীর্জা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here