নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
জন-সাধারণের ছাড়পত্র মিলল জঙ্গলে প্রবেশ করার ৷ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বন দফতরের পূর্বঘোষণা অনুযায়ী, গত কাল অর্থাৎ ২৩ শে সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের জঙ্গল ।
সামান্য কিছু পর্যটকের দেখা মিলল ডুয়ার্সের জঙ্গলে ৷ সারা রাজ্যের সঙ্গে গত দুদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে সমগ্র ডুয়ার্স জুড়ে ৷
যার কারণে ছেদ পড়েছে স্বাভাবিক জনজীবনে, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে প্রকৃতির অমোঘ টানে জঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করতে সামান্য কিছু পর্যটক এসেছে ডুয়ার্সের জলদাপাড়া ও চিলাপাতাতে।
জিপসি সাফারি হয়েছে ৷ বিকেলে শুধু জলদাপাড়াতেই জিপসি সাফারি হয়েছে ৷ যদিও রাজাভাতখাওয়া, জয়ন্তী, বক্সা এসব এলাকা গুলোতে পর্যটক আসেনি বলেই চলে । তবে ডুয়ার্সে পর্যটক আসতে শুরু করাতে লক্ষ্মী লাভের আশা করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত মানুষেরা।
তারা পর্যটকদের জন্য পসরা সাজিয়ে বসে আছেন ৷ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত পেশার মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ৷ তাদের বক্তব্য সংখ্যায় সামান্য হলেও পর্যটকের পা পড়েছে ডুয়ার্সে। আগামী দিনে পর্যটকদের সংখ্যা অনেকটাই বাড়বে এমনটাই আশা করছেন তারা।
আরও পড়ুনঃ ঝাড়গ্ৰামে সাংগঠনিক রদবদল তৃণমূলে
বেড়াতে আসা পর্যটকরা প্রথম দিনেই জঙ্গল ভ্রমণে যথেষ্ট উচ্ছ্বসিত ৷ বৃষ্টিতে জঙ্গল ঘুরে বেড়ানোর আলাদা রোমাঞ্চ অনুভব করে তারা খুবই খুশি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584