শুভম বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়িঃ
একদিকে রাজ্য পুলিশের তরফে দাবি করা হয়েছে, মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু হয়েছে শটগানের গুলিতে। আর সেই রিপোর্টকে হাতিয়ার করে বিজেপি নিজেই নিজের রাজনৈতিক কর্মীদের খুন করে রাজনীতি করছে বলে আক্রমণে নেমেছে তৃণমূল।
কিন্তু এই ময়নাতদন্তের রিপোর্ট সরকারি তরফে প্রভাবিত এবং দ্বিতীয়বার ময়না তদন্ত করার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এই দাবিকে মান্যতা দিয়ে ভিডিওগ্রাফি সহ দ্বিতীয়বার মৃত বিজেপি কর্মীর ময়না তদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি মুখ্য বিচারবিভাগীয় আদালত।
আরও পড়ুনঃ মিছিল ডেকে নিজেরাই লোক মারে বিজেপি- দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
উলেনের পরিবারের অভিযোগ, নিরপেক্ষ ভাবে ময়নাতদন্ত করা হয়নি। তাঁর দিদি শান্তিবালা রায় এই অভিযোগ তুলে দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য আদালতের কাছে আবেদন করেন। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ও অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাত ১ টার পরে গোপনে ময়নাতদন্ত করা হয়েছে। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে আদালত।
আরও পড়ুনঃ মহুয়ার মন্তব্যের দায় তার, সাংবাদিক সম্মেলনে জানালেন সুব্রত
বিজেপি সাংসদ জয়ন্ত বাবুর দাবি, উলেনের দেহের ময়নাতদন্তের জন্য হাইকোর্টের নির্দেশে তিন সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। বুধবার তাঁদের উপস্থিতিতে দিনের আলোয় ময়নাতদন্ত করা হবে। তারপরে উলেনের পরিবারের হাতে তার মৃতদেহ হস্তান্তর করা হবে।
এদিকে এই ঘটনাকে রাজনৈতিক মাইলেজ হিসেবে ব্যবহার করতে পিছপা হয়নি বিজেপি। উলেনের মৃত্যুর প্রতিবাদে রাজ্য বিজেপি-র নেতারা কলকাতায় মোমবাতি মিছিল করেন। ৬ মুরলীধর লেনে দলের রাজ্য দফতর থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বল্লভভাই পটেলের মূর্তির সামনে। এই মিছিলে নেতৃত্ব দেন জয়প্রকাশ মজুমদার। এছাড়াও ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র খাঁ, ভারতী ঘোষ এবং অগ্নিমিত্রা পল-সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584