জঙ্গলমহল আগেই জানিয়ে দিয়েছে তারা বিজেপির সঙ্গে আছেঃ দিলীপ ঘোষ

0
129

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

জঙ্গলমহল আগেই জানিয়ে দিয়েছে তারা বিজেপির সঙ্গে আছে। ঝাড়গ্রামে এসে বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। প্রসঙ্গত ঝাড়গ্রাম শহরের সার্কাস মাঠে বিজেপির পক্ষ থেকে আয়োজিত হয়েছে যোগদান মেলা।

bjp joined meeting | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি সাংসদ কুনার হেমব্রম, জেলা সভাপতি সুখময় সতপতি সহ অন্যান্যরা। এই সভা শেষে দিলীপ বাবু সাংবাদিক সম্মেলন করে বলেন, “ইলেকশন এখনো শুরু হয়নি, ইলেকশনের ডিক্লেয়ার হয়নি, ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি। এ তো খালি আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি তাতেই এই অবস্থা। ইলেকশন হলে কি হবে দেখবেন।”

dilip ghosh and suvendu adhikari | newsfront.co
যোগদান পর্ব। নিজস্ব চিত্র

আগামী ২৮তারিখ ঝাড়খন্ড মুক্তি মোর্চার ডাকে হেমন্ত সরেন আসছেন ঝাড়গ্রামে সভা করতে এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, “প্রশান্ত কিশোর অনেক বুদ্ধি খাটাচ্ছেন অনেক খরচ করছেন৷ আমরা আমাদের মতো করবো। আমাদের কাছে একাধিক আদিবাসী মন্ত্রী আছেন। আমরা পশ্চিমবঙ্গ থেকে তিনজন আদিবাসী এমপি কে পাঠিয়েছি। জেনারেল সিটে আদিবাসী নেতা।

bjp meeting | newsfront.co
মঞ্চে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

আমাদের পাশে বাবুলাল মারান্ডী আছেন, অর্জুন মুন্ডা আছেন, ওখান থেকে আমাদের ময়ূরভঞ্জের এমপি আছেন। তারা সব এখানে এসেও ছিলেন। আমাদের কাছে এক সে এক আছেন সফল ব্যক্তি৷ আর তাদেরকে আমরা কাজে লাগাবো। আমার মনে হয় কারো লাগবে না। এখানে জঙ্গলমহল আগেই জানিয়ে দিয়েছে তারা বিজেপি চায়। দল ভাঙানোর চেষ্টা হবেই স্বাভাবিক। প্রত্যেকে প্রত্যেকের মতো খেলবে।”

bjp leaders on stage | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “হাতের তালুর মতো ঝাড়গ্রাম জেলাকে আমি চিনি৷ শহরকে চিনি৷ আমি জানি পঞ্চায়েতে নমিনেশন করতে অনেককে দেয়নি৷ আমি জানি বিডিও অফিসের সামনে লাঠি-সোটা, বোমা, বন্দুক নিয়ে ঘিরে রাখা হয়েছিল৷

আরও পড়ুনঃ ‘প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে’, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

আমি জানি মিথ্যা মামলা দিয়ে অপহরণ করে রাখা হয়েছিল যাতে নমিনেশন না করতে পারে৷ তারপরে প্রচার করতে দেওয়া হয়নি, ভোটের দিন গোলমাল করা হয়েছে এমনকি তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে আমি ছিলাম, মাঝ রাত্রে পুলিশ কে দিয়ে গণনায় কারচুপি করে ঝাড়গ্রামের জেলা পরিষদ দখল করেছে তৃণমূল কংগ্রেস৷”

তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “আমি সব সভাতে বলছি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলা পরিষদ দিলীপ বাবুরা পেয়েছিলেন, বিজেপি পেয়েছিল৷ আপনাদের আসল জনমত প্রতিফলিত হয়নি৷”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here