গরুর দরদামকে কেন্দ্র করে বচসা থেকে তীর,আহতরা হাসপাতালে

0
90

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর কেতয়ালী থানার বনপুরা এলাকার মহাদেব চক এলাকায় একটি আদিবাসী পরিবারের কাছে পূর্বে বায়না দেওয়া দুটি গরুর বকেয়া টাকা দিয়ে যখন আনতে যায় তখন সেই গরুর আরও বেশী দাম চাওয়া হয় বিক্রেতা পরিবারের তরফে। এ নিয়ে বচসা বাধে। নিমেষে হাতাহাতিতে পরিণত হয় বচসা। এরপরই হঠাৎই একদল গ্রামবাসী (আদিবাসী) এসে এলোপাথাড়ি তীর ছুঁড়তে থাকে বলে অভিযোগ।

নিজস্ব চিত্র

কোনো কিছু বুঝে ওঠার আগেই গ্রামবাসীদের ছোঁড়া তীরে বেশ কয়েকজন তীরবিদ্ধ ও আহত হয়। প্রায় ৮ জনকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যায় মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। গ্রামে নতুন করে উত্তেজনা রুখতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহীনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here