নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিশ্ব ত্রাস সৃষ্টিকারী ভাইরাস করোনার কারণে বিশ্বের তাবড় তাবড় দেশগুলোতে চলছে লকডাউন। এই লকডাউনের কারণে বিশ্বের কোটি কোটি মানুষ ঘরবন্দি হয়ে আছেন। করোনা ভাইরাস প্রতিরোধে শুক্রবার ফালাকাটা ব্লকের দলগাঁও ও সরুগাঁও চা বাগানের শ্রমিকদের হাতে মাস্ক তুলে দিল জটেশ্বর ফাঁড়ির পুলিশ।
শুধু মাস্ক দেওয়াই নয় শ্রমিকরা যাতে ঘরের কাজে বের হলেও মাস্ক ব্যবহার করেন সেই বিষয়েও সচেতন করে দেয় পুলিশ। এদিন প্রায় ৮০০ শ্রমিককে মাস্ক বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে। এদিন সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়েও শ্রমিকদের বুঝিয়ে বলা হয় পুলিশের তরফে।
আরও পড়ুনঃ বীরভূম জেলা পরিদর্শনে আইজি
এ বিষয়ে জটেশ্বর ফাঁড়ির ইনচার্জ অরূপ বৈদ্য বলেন, “পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে লকডাউন মেনে চলার বার্তা দেওয়া হয়েছে। এদিন সরুগাঁও ও দলগাঁও চা বাগানে মাস্ক বিতরণ করা হলো আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584