নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পুলিশ লাইনের সামনে পুলিশের পোশাক পড়ে ৫০ উর্দ্ব মহিলার কাছ থেকে ছিনতাই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ শহরের অভিরামপুর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
শহরের গৌড় রোডের বাসিন্দা শ্যামলী দাস জানান আজ সকালে একটি টোটোতে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় পুলিশ লাইনের সামনে পুলিশের পোশাক পরা তিন ব্যক্তি তার পথ আটকায়। তারা তাকে বলে শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছে। তিনি যাতে তার গয়না গুলো খুলে একটি কাগজে ভরেন।
এরই মধ্যে ওই পুলিশকর্মীরাই তার গয়নাগুলো খুলে নেয় ও একটি কাগজে মুড়ে তাকে দেয়। বাড়িতে ফিরে তিনি দেখেন কাগজের প্যাকেট খুলতে একটি রয়েছে প্লাস্টিকের চুড়ি নেই কোন গয়না।
আরও পড়ুনঃ নিকাশী নালা তৈরি করা নিয়ে চাঞ্চল্য এলাকায়
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পোশাক পড়ে পুলিশ লাইনের সামনে এ ধরনের প্রতারণার ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। ওই মহিলা ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। এরা ভুঁয়ো পুলিশ পরিচয় দিয়ে মানুষকে বোকা করছে। আমি আপনাদের সংবাদ মাধ্যমের সাহায্যে মানুষকে সচেতন করতে চায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584