নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের অন্যতম অভিযুক্ত কলেবর সিং-কে ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার পুলিশি ঘেরাটোপে প্রিজন ভ্যানে ওঠার সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেন তপন কান্দু হত্যা কান্ডে ঝাড়খণ্ড থেকে সিটের হাতে গ্রেপ্তার হওয়া কলেবর সিং। নরেন কান্দুও খুনের ঘটনায় জড়িত বলে দাবি করেছেন কলেবর।
গত ১৩ মার্চ সন্ধ্যায় দুষ্কৃতিদের গুলিতে খুন হন ঝালদার নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তাঁকে খুব কাছ থেকে গুলি করে মোটর বাইকে চড়ে পালিয়ে যায় আততায়ীরা। এই খুনের ঘটনায় সিট-এর তদন্তকারী দল ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে কলেবর সিং কে । টাকা নিয়ে কলেবর এই খুন করেছিলেন বলে পুলিশি তদন্তে জানা যায়।
আরও পড়ুনঃ নওসারা মোড় থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার
পাশাপাশি মৃত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর এক ভাইপো তৃণমূল নেতা এবং তাঁর বাবার নাম জড়ায় এই খুনের মামলায়। পুলিশ এই ঘটনাকে মূলত পারিবারিক বিবাদের জেরে খুন বলে রিপোর্ট দিলেও মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু সিবিআই তদন্তের দাবি করেন। এর পর হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলে গত ৪ এপ্রিল তদন্তভার নেয় সিবিআই। তদন্তে নেমে সত্যবান প্রামাণিক নামে এক ধাবা মালিককে প্রথমে গ্রেফতার করে সিবিআই। নিহত তপনের দাদা নরেন কান্দুর একটি হোটেল রয়েছে। সেই নরেনের ‘ছায়াসঙ্গী’ হিসাবে এলাকায় পরিচিত সত্যবান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584