নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
শহীদ দিবসের আগের রাতে শহর জুড়ে বসল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাত্রের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের পেপারমিল মোড় থেকে জামদা পর্যন্ত লাগানো হয়েছে বিশাল আকৃতির ফ্লেক্স।
সারদাপীঠ স্কুল, সাবিত্রী মন্দির, সেটেলমেন্ট মোড়, শপিং মল, পাঁচমাথা মোড়, ওভার ব্রিজ, শিবমন্দির, সাবিত্রী সিনেমা হল মোড়ে লাগানো হয় ছবি।ঝাড়গ্রাম শহরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সে আকারে নেই।
আরও পড়ুনঃ ফেসবুক, ইউটিউবে ভরসা রেখেই ২১ জুলাই ‘ভার্চুয়াল সভা’ পার করার লক্ষ্য তৃণমূলের
দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় লোকসভা ভোটের আগে থেকে বার বার বলেছিলেন। শহরের বুকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতেও দলীয় বৈঠকে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। কার্যত দেড় বছর পর ২১ শে জুলাইয়ের আগে মহাসচিবের নির্দেশ অনেকটাই বাস্তবায়িত হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584