করোনা মোকাবিলায় প্রস্তুত ঝাড়গ্রাম হাসপাতাল

0
35

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

করোনা মোকাবিলায় প্রস্তুত ঝাড়গ্রামের সুপার স্পেশালিটি হাসপাতাল। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের মধ্যে থাকা নাইট শেল্টারটিকে করোনা হাসপাতাল হিসেবে তৈরি করা হয়েছে। এর ফলে কেউ করোনায় আক্রান্ত হলে তাদেরকে আর অন্য কোথাও যেতে হবে না।

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে বৃক্ষরোপণ পালন সিআরপিএফ জওয়ানদের

রাজ্যে করোনার প্রকোপ বাড়ায় জেলাস্তরে কোভিড হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ঝাড়গ্রামের কোভিড হাসপাতালে ৭৫টি বেড থাকবে। ঝাড়গ্রামে করোনা হাসপাতালের জন্য ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক যোগদান করেছেন। এর মধ্যে দু’জন অস্থি বিশেষজ্ঞ, একজন প্রসূতি বিশেষজ্ঞ, একজন প্যাথোলজিস্ট ও একজন চর্ম বিশেষজ্ঞ রয়েছেন।

জেলা স্বাস্থ্যদফতর সূত্রে খবর, এই করোনা হাসপাতালের জন্য চারজন মেডিক্যাল অফিসার, চার জন নার্স ও আ্যসিন্ট্যান্ট সুপার রয়েছেন। এছাড়াও প্যাথোলজি, সিসিইউ, এক্স-রে, ইসিজি, ব্লাড ব্যাঙ্ক মিলিয়ে মোট পাঁচজন টেকনিশিয়ান রয়েছেন। ধাপে ধাপে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো হবে।

আরও পড়ুনঃ বলরামডিহি স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ শুরু

প্রসঙ্গত, এই জেলায় এখনও পর্যন্ত ৮৬৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, করোনা হাসপাতাল পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। এবার কেউ করোনায় আক্রান্ত হলে তাঁকে এখানেই ভর্তি করানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here