কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ
দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েও বুধবার ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হল। ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন ছিল বুধবার। এদিন আনুষ্ঠানিকভাবে ঝাড়গ্রাম জেলা পরিষদের নয় জন কর্মাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়।যারা কর্মাধ্যক্ষ হলেন তাঁরা হলেন উজ্জ্বল দত্ত জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ ,তপন পাত্র শিক্ষা কর্মাধ্যক্ষ হলেন , মৎস্য কর্মাধ্যক্ষ হলেন সুপ্রিয়া মাহাত,পূর্ত কর্মদক্ষ হলেন শুভ্রা মাহাত,কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ হলেন তপন ব্যানার্জী, শিশু ও নারী কর্মাধ্যক্ষ হলেন মনরমা পাত্র,বনভূমি কর্মাধ্যক্ষ হলেন মামনি মুর্মু,ক্ষুদ্র শিল্প কর্মাধ্যক্ষ হলেন সজলা তরাই এবং খাদ্য কর্মাধ্যক্ষ হলেন দেবনাথ হাঁসদা।জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত জানান কর্মাধ্যক্ষ নির্বাচন ১০০ শতাংশ সুষ্ঠ ভাবেই হয়েছে। কিভাবে আরো বেশি করে উন্নয়ন করা যায়। কিভাবে মানুষের সাথে যোগাযোগ রেখে তাদের দাবীগুলো পূরণ করা যায় সেসব বিষয়ে বেশি করে নজর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ফাঁসিদেওয়ায় ব্লক কৃষি মেলার সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584