সুদীপ পাল, বর্ধমানঃ
আগামী ৩০ জুন বর্ধমানের সাতগেছিয়া ফুটবল মাঠে হুল দিবসের অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলার প্রায় ৩০০ মাঝিবাবা তথা মোড়লকে সম্বর্ধিত করতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। আদিবাসী সম্প্রদায়ের মানুষকে সিপিএমের দিক থেকে তৃণমূলের দিকে নিয়ে আসার কৃতিত্বের জন্য সম্বর্ধনার সাথে হাতে তুলে দেওয়া হবে একটি সার্টিফিকেটও। দেওয়া হবে পাঞ্চি অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের বিশেষ পোশাক। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু বলেন, রাজ্যে পালাবদলের পর মা মাটি মানুষের সরকারকে সর্বতঃভাবে সাহায্য করেছেন এই মাঝিবাবারা। একসময় সিপিএম এই আদিবাসীদের ব্যবহার করে ভোটে জিতে গেছে বছরের পর বছর অথচ আর্থ সামাজিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই আদিবাসী মানুষদের কল্যাণে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন। তিনি বলেন, আদিবাসী সম্প্রদায়ের জন্য জাহের থানের পাট্টা প্রদান করা হয়েছে। বর্ধমানের কোর্ট কম্পাউণ্ডে অবস্থিত সিধু – কানহুর মূর্তিকেও পরিষ্কার করার কাজেও হাত লাগান এদিন দেবুবাবু। ঐদিন আদিবাসী দলের হাতে তুলে দেওয়া হবে একজোড়া করে মাদল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584