স্বামীকে জেলাপরিষদের আসন ছেড়ে স্ত্রী হলেন প্রধান

0
398

মনিরুল হক, কোচবিহারঃ

নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন কোচবিহার জেলা পরিষদের বিদায়ী বোর্ডের কৃষি কর্মাধ্যক্ষা মমতাজ বেগম। পঞ্চায়েত নির্বাচনে কৃষি কর্মাধ্যক্ষার জেতা জেলা পরিষদ আসনটিতে তৃনমূল কংগ্রেসের প্রার্থী করা হয় তাঁর স্বামী মীর হুমায়ূন কবীরকে। মঙ্গলবার ২৩ আসন বিশিষ্ট নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে করা নিরাপত্তা ব্যাবস্থা ছিল।এদিন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন মমতাজ বেগম ও উপ প্রধান নির্বাচিত হয়েছেন লাল মোহন বর্মন।
প্রধান নির্বাচিত হওয়ার পর মমতাজ বেগম বলেন,নয়ারহাট গ্রামপঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত এলাকার একটি গ্রাম পঞ্চায়েত।এখানে সাধারণ মানুষের অনেক রকমের সমস্যা রয়েছে।পাশাপাশি ছিটমহলের একটা বড় অংশ এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যুক্ত হয়েছে।সেই সব সমস্যা সমাধানের লক্ষ্যে আমি কাজ করে যাব।জেলা পরিষদে কৃষি কর্মাধ্যক্ষা থাকার সময়ও আমি এই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর উন্নয়নের কাজ করেছি।আশাকরি এই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের অভাব অভিযোগ গুলির সমাধান করতে পারবো।

নিজস্ব চিত্র

এদিন পঞ্চায়েত সদস্য সদস্যারা নীল শাড়ি ও পাঞ্জাবি পরে বোর্ড গঠনের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে আসেন।বোর্ড গঠনের পর ব্যান্ড বাজিয়ে এলাকায় শোভাযাত্রা করা হয়।প্রধান সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত সদস্যদের এদিন সংবর্ধনা দেওয়া হয়। আজ দিনহাটা ২ নং ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়।বোর্ড গঠন ঘিরে যাতে কোন অশান্তি না হয় সে জন্য আগে থেকেই প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি দিনহাটার সিতাই ব্লকের আদাবাড়ী ও ব্রহ্মত্বর চাতরা গ্রাম পঞ্চায়েতেও বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ স্ত্রীকে কুড়ল দিয়ে কুপিয়ে আত্মঘাতী স্বামী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here