কোচবিহারে বিজেপিতে যোগদান,শক্তি বৃদ্ধি গেরুয়া শিবিরের

0
51

মনিরুল হক, কোচবিহারঃ

join in bjp at cooch behar
নিজস্ব চিত্র

তৃণমূল কংগ্রেস ছেড়ে কোচবিহারের তিনটি গ্রাম পঞ্চায়েতের ৩০জন পঞ্চায়েত সদস্য যোগ দিলেন বিজেপিতে। আজ জেলা বিজেপি কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি মালতি রাভার হাত থেকে দলীয় পতাকা নিয়ে ওই পঞ্চায়েত সদস্যরা বিজেপিতে যোগ দেন।

কোচবিহার ১ নং ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েতের ১৭ জন পঞ্চায়েত সদস্যর মধ্যে প্রধান মঞ্জু বর্মন কার্জি সহ ১০ জন পঞ্চায়েত সদস্য, মাথাভাঙ্গার লতাপোতা গ্রাম পঞ্চায়েতের ১৮ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে প্রধান বিনতা রায় সহ ৯ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন। ওই গ্রাম পঞ্চায়েতে আগে থেকেই ৩ জন বিজেপির পঞ্চায়েত সদস্য ছিল।

এছাড়াও মাথাভাঙ্গার রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ১৯ জন সদস্যের মধ্যে উপ প্রধান বিমল দেব সিংহ সহ ১১ জন তৃণমূল পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন। আগামী কাল মাথাভাঙ্গা মহকুমার আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের সংখ্যা গরিষ্ঠ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছে বিজেপির জেলা সভাপতি মালতি রাভা।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগদানের পর কর্মীদেরকে নিরাপত্তা রক্ষার নিদান জেলা সভাপতির

গতকাল তুফানগঞ্জে একযোগে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের ৫৬ জন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। রবিবার তুফানগঞ্জে বিজেপির জেলা সভাপতি মালতি রাভা, নব নির্বাচিত সাংসদ নিশীথ প্রামাণিকের হাত থেকে দলীয় পতাকা নিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে ৫৬ জন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন।

তুফানগঞ্জ মহকুমার ভানুকুমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৬ জন, ভানুকুমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের ১২ জন, বলরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৫ জন সদস্যের মধ্যে ১২ জন, বলরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতর ১০ জন সদস্যর মধ্যে ৬ জন এবং নাটাবাড়ী গ্রাম পঞ্চায়েতের ১৩ জন পঞ্চায়েত সদস্যর মধ্যে প্রধান অধীর দাস সহ ১০ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন। পাঁচটি গ্রাম পঞ্চায়েতের ৫৬ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় ওই পাঁচটি গ্রাম পঞ্চায়েতের কার্যত দখল নিল বিজেপি।

লোকসভা নির্বাচনের পর থেকে কোচবিহারের বিভিন্ন এলাকায় একের পর এক গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া হচ্ছে তৃণমূলের।তৃণমূল কংগ্রেস ছেড়ে পঞ্চায়েত সদস্যদের বিজেপিতে যোগদান নিয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা বলেন, গত কয়েক দিনে ২২টি গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান সহ সংখ্যা গরিষ্ঠ পঞ্চায়েত সদস্য আমাদের দলে যোগ দিয়েছেন।

আগামিকাল বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের আরও আনেক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপিতে যোগ দেবেন। দল বদল নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মনের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সাথে যোগাযোগ করা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here