পিয়ালী দাস,বীরভূমঃ
শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল প্রায় ১০০০ বিজেপি কর্মী। বীরভূমের সদাইপুর থানার সাহাপুর গ্রামে এদিন বিকেলে স্থানীয় বিজেপি নেতা শেখ নবী ও রকিবুল শেখ এর হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন বীরভূম জেলা তৃণমূল সহ-সভাপতি অভিজিৎ সিংহ।
বেশ কিছুদিন আগে একইভাবে বিজেপি থেকে প্রায় ২০০০ বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে।
গত সপ্তাহে বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বোলপুর থানার বাহিরী অঞ্চল থেকে ৮০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছিল।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে উনিশ জন বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান
বীরভূম জেলা জুড়ে বিজেপি তরফে প্রচার চালানো হচ্ছে ধ্বস নেমেছে অনুব্রতর ঘরে , বিজেপির এই দাবিকে কার্যত ধুলিস্যাৎ করে দিয়ে নিয়ম করে প্রত্যেক সপ্তাহে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক বেড়েই চলেছে। বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের দাবি যত সময় যাবে এবং নির্বাচন এগিয়ে আসবে ততই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান আরো বাড়বে।
কেন বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবে সে রহস্য কিন্তু খোলসা করে বলতে চাননি জেলার শীর্ষ নেতৃত্ব। শুক্রবার যোগদান পর্বের শেষে দুবরাজপুর ব্লক সভাপতি ভোলা মিত্র বলেন, “যারা বিজেপি করত তারা বুঝে গেছেন বিজেপি দল তাদের জন্য নিরাপদ নয়, কারণ বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষের আবেগ নিয়ে মশকরা করে।
সাহাপুর এলাকার যে সকল মানুষ রা বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তারা বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সাথে থাকাটাই একমাত্র নিরাপদ এবং উন্নয়নমুখী।
” সাহাপুর স্থানীয় বিজেপি নেতা শেখ নবী বলেন, “যে রাজনৈতিক দলে স্বাধীনতা নেই, নেই কোন সম্মান,চলে শুধু একনায়কতন্ত্র সেই রাজনৈতিক দলে কোন মতেই থাকা সম্ভব নয়, তাই বিজেপি ছেড়ে মমতা ব্যানার্জীর উন্নয়ন ও গণতন্ত্র সম্পন্ন রাজনৈতিক দলে যোগদান করলাম।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584