সিতাইয়ের বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ

0
42

মনিরুল হক, কোচবিহারঃ

দল বদলের ধারা অব্যাহত কোচবিহার জেলাজুড়ে। লোকসভা নির্বাচনে তৃনমূলের পরাজয়ের পর কিছুটা হলেও থমকে যায় ঘাসফুলের বিজয়রথ। তাই হারানো জমি ফিরে পেতে দলনেত্রীর নির্দেশে ঘাসফুলের জন প্রতিনিধিরা “দিদিকে বলো” কর্মসূচিতে নেমেছেন। আর তাতেই মিলছে সাফল্য। মঙ্গলবার সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে চামটা গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস যোগ দেন বলে স্থানীয় তৃনমূলের পক্ষ দাবি করা হয়। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিতাই কেন্দ্রের বিধায়ক।

join TMC from BJP
দল বদল।নিজস্ব চিত্র

এপ্রসঙ্গে সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, ভুল বুঝে এবং বিজেপির সন্ত্রাসের কারনে যারা তৃনমূল ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিয়েছিল তারা একে একে সবাই ঘরে ফিরে আসছে। আজ সিতাইয়ের চামটায় প্রায় ১০০ জন কর্মী সমর্থক তৃনমূলে ফিরেছেন।

কোচবিহার লোকসভা কেন্দ্রে নির্বাচনে গোটা জেলার সাথে কোচবিহার কেন্দ্রেও ব্যাপক সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে বিজেপি। তাদের আক্রমণের ভয়ে ভীত হয়ে মানুষ এতদিন চুপ করে ছিল এখন তারা আবার মমতা ব্যানার্জীর উন্নয়নের হাত ধরে দলে ফিরে আসছেন এবং পথে নেমেছেন। মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপির হাত থেকে মুক্তি চায়।

আরও পড়ুনঃ তৃণমূলের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ জনের

দল বদল প্রসঙ্গে সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা প্রশান্ত বর্মণ বলেন, আজ যারা বিজেপি ছেড়ে তৃনমূল যাচ্ছে আদপে তারা তৃনমূলেরই কর্মী ছিল। লোকসভা নির্বাচনে বিজেপি জয়ের পর তোলাবাজির উদ্দেশ্যে তারা বিজেপির পতাকা ব্যবহার করেছে। এখানে এসে সম্পূর্ণভাবে সেই দুষ্কর্ম না করতে পারায় আবার তারা নিজেদের পুরনো দলেই ফিরে যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here