পিংলায় দল বদলে তৃণমূলে যোগ

0
29

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পিংলা ব্লকের ৭০০ জন। শনিবার পিংলার গোবর্ধনপুর গ্রামে এক অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি , জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, পিংলা ব্লক সভাপতি অজিত ভৌমিক।

দলীয় পতাকা তুলে দিচ্ছেন মন্ত্রী। নিজস্ব চিত্র

২০১৬ সালের বিধানসভা ভোটে পিংলা থেকে জয়ী হয়ে সৌমেন মহাপাত্র মন্ত্রী হন। ২০১৯ সালের লোকসভা ভোটে ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী অভিনেতা দেব জয়ী হলেও পিংলা বিধাসনসভা এলাকায় ৯ হাজার ভোটে পিছিয়ে থাকে তৃণমূল। এরপরই ঘর গোছাতে শুরু করে বিজেপি, সংগঠন বাড়াতে থাকে। তৃণমূল কর্মী সমর্থকরাও একে একে বিজেপিতে ভিড়তে থাকেন।

নিজস্ব চিত্র

এদিনের সভায় রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন , ধীরে ধীরে মোহ ভাঙছে মানুষের। বেহাল অর্থনীতি, সাম্প্রদায়িকতা আর এনআরসি ইস্যু তাঁদের নাড়া দিয়েছে। বিজেপির কর্মী সমর্থকরা তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। বিজেপি নেতাদের বোঝা উচিত এটা গেরুয়া মাটি নয়, এটা সাম্প্রদায়িকতার মাটি নয়, এটা সন্ত্রাসবাদের মাটি নয়, এটা সকলকে নিয়ে মিলেমিশে চলার উন্নয়নের মাটি।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রাস্তার আশ্বাসে তৃণমূলে যোগ

শনিবার সভায় ভিড় ছিল ভালো। এদিন একে একে বিজেপি কর্মী কার্তিক সিং , নান্টু হাঁসদা , সঞ্জয় গাঁতাইত , কিশোর রানা , শেখ জামিলদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী। তৃণমূলে যোগ দেওয়া কার্তিক , সঞ্জয় রা জানান , ‘ আমাদের যা যা বলা হয়েছিল বাস্তবে এর কোনো মিল নেই। বিজেপি নেতারা দাম্ভিক। কোনো প্রশ্নের উত্তর দিতে চান না। আমরা সেখানে হাঁফিয়ে উঠেছিলাম।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here