তৃণমূলের শ্রমিক ইউনিয়ন ছেড়ে বিজেপিতে যোগ

0
57

মনিরুল হক,কোচবিহারঃ

joined bjp from tmc worker union | newsfront.co
নিজস্ব চিত্র

তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান অব্যাহত রয়েছে কোচবিহারে।শুক্রবার শীতলখুচি বিধানসভার এলাকার জোড়পাকটি গ্রাম পঞ্চায়েতের গোলকগঞ্জের তিরুপতি প্লাইউড কারখানার শ্রমিক সংগঠনের বেশ কিছু কর্মী তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন ছেড়ে বিজেপির ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের যোগদান করেন।

joined bjp from tmc worker union | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ওই শ্রমিকদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে কোচবিহার জেলার সভাপতি রঞ্জিত বর্মন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলার উপদেষ্টা অপূর্ব সরকার, বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য দিলীপ নন্দী, ৮/৯ নং মন্ডলের মন্ডল সভাপতি রাজিব সরকার সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা।

joined bjp from tmc worker union | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ওই যোগদান পর্বে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে কোচবিহার জেলার সভাপতি রঞ্জিত বর্মন, “আজ শীতলখুচি বিধানসভার এলাকার জোড়পাকটি গ্রাম পঞ্চায়েতের গোলকগঞ্জের তিরুপতি প্লাইউড কারখানার শ্রমিক সংগঠনের পরায় কয়েকশো কর্মী তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। কারণ মানুষ এখন আর তৃণমূলকে পছন্দ করছেন না। তাই তৃণমূল থেকে পঞ্চায়েত থেকে শুরু করে সর্ব স্তরের লোকজন বিজেপিতে যোগদান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে রাজ্য সরকার শ্রমিকদের নানাভাবে শোষণ করে চলছে। আগামীতে এরাজ্যে ক্ষমতায় এলে বিজেপি শ্রমিকদের উন্নয়নে প্রথম কাজ করবে বলেও জানান তিনি।”

আরও পড়ুনঃ তৃণমূল থেকে বিজেপিতে,ফের তৃণমূলে ফিরে ‘আমৃত্যু ভালোবাসার অঙ্গীকার’

যদিও এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের নেতারা সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে তার কিছু জানা নেই। বিষয়টি নিয়ে খোঁজ খবর নিয়ে দেখছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here