তৃণমূল-কংগ্রেস থেকে বিজেপিতে যোগ

0
146

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

Joined BJP from TMC
দলবদল।নিজস্ব চিত্র

গনতন্ত্র বাঁচাও যাত্রার ডাক দিয়ে জন সভার আয়জন দক্ষিন জেলা বিজেপি নেতৃত্বের। উস্থির হাইস্কুল মাঠে সমাবেশ শুরু হয়।মূল বক্তা রাজ্য বিজেপি সভাপতি দীলিপ ঘোষ। উপস্থিত জেলা সভাপতি অভিজিৎ দাস,জেলা সম্পাদক দীলিপ জাটুয়া সহ সভাপতি সুফল ঘাঁটু। সহ মন্ডল সভাপতি। এদিন জনসভায় দিলীপ ঘোষ বলেন তৃনমূলের দলীয় কার্যালয় বোমের আঁতুর ঘর হয়ে উঠেছে। নিজেদের মধ্যো গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। জেলায় জেলায় বোম মারামারি হচ্ছে।নিজেদের মধ্যে গন্ডগোল বাঁধছে।আর আমাদের কর্মিদের মারধর করছে।সমাজ বিরোধীরা এই দলে যোগ দিয়েছে।কর্মীদের একত্রিত ভাবে লড়তে হবে।

Joined BJP from TMC
নিজস্ব চিত্র

এদিন দক্ষিন ২৪ পরগনার যুবপ্রদেশ কংগ্রেস সভাপতি তপন মন্ডলের নেতৃত্বে তিনশোজন সর্মথক বিজেপিতে যোগ দেন।লক্ষ্মীকান্তপুর অঞ্চল থেকে তৃনমূল ছেড়ে শতাধিক বিজেপিতে যোগ দেন।এদের হাতে দলিয় পতাকা তুলে দেন রাজ্যো বিজেপি সভাপতি।মথুরাপুর লোকসভা নির্বাচনের আগে এই জেলায় প্রথম জনসভা করল জেলা বিজেপি।জেলা বিজেপি সভাপতি অভিজিৎ দাস বলেন পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভায় মনোনয়নপত্র জমা করতে দেয়নি তৃণমূল। যার মদত পুষ্ট রয়েছে জেলা ডি এম থেকে জেলা এসপি।অভিষেক ব্যানার্জির এলাকায় বহিরাগতদের ভোটার তালিকায় নাম ঢুকিয়ে নির্বাচনে দুষ্কৃতির আঁতুরঘর করছে।যা বরদাস্ত করবেনা মানুষ। লোকসভা নির্বাচনে মানুষ জবাব দেবে।

Joined BJP from TMC
জমায়েত।নিজস্ব চিত্র

আরও পড়ুন: দশ হাজার টাকা দিতে না পারায় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here