প্রয়াত লোকসংস্কৃতি গবেষক-লেখক-সাংবাদিক পুলকেন্দু সিংহ

0
55

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

প্রয়াত হলেন প্রবীণ লোকসংস্কৃতি গবেষক, লেখক ও সাংবাদিক পুলকেন্দু সিংহ। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত অমায়িক,নিরলস,নিষ্ঠাবান। অক্লান্তভাবে জেলার প্রান্তে-প্রত্যন্তে ঘুরে তথ্য সংগ্রহ করেছেন বহুকাল।

journalist pulokendu sinha died in murshidabad | newsfront.co
পুলকেন্দু সিংহ। ছবিঃ প্রতিবেদক

তাঁর সহায়তায় বহু অখ্যাত-অজ্ঞাত লোকশিল্পী বৃহত্তর জনসমাজে পরিচিত ও সম্মানিত হয়েছেন। দীর্ঘ আট দশকের বেশি সময় ধরে লোকসমাজ ও নাগরিক সমাজকে নিবিড়ভাবে দেখেছেন এবং দরদ দিয়ে সেতুবন্ধন করেছেন দুই সমাজের মধ্যে।

আরও পড়ুনঃ নাসিরকে পালটা আক্রমণ অনুপমের, টুইটারে ভিডিও পোস্ট করে ব্যক্তিগত বিষয় তুলে কটাক্ষ

তাঁর প্রয়াণ সংবাদ ছড়িয়ে পড়া মাত্র জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বেলা একটা নাগাদ তাঁর মরদেহ মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সঙ্ঘের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। বহু বিশিষ্ট ব্যক্তি-সহ সর্বস্তরের মানুষ সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর খাগড়া শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here