উচ্চ মাধ্যমিকেও রায়গঞ্জের জয়জয়কার

0
94

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

শুধু মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিকেও অভাবনীয় ফল করলো রায়গঞ্জ। উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য দ্বিতীয় হল রায়গঞ্জের ছাত্র জয় মণ্ডল।মেধা তালিকা প্রকাশ না হলেও এবারে উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য সর্বোচ্চ নম্বর ৪৯৯। এরপরেই ৪৯৮ নম্বর পেয়েছেন জয়।

joy | newsfront.co
জয় মণ্ডল, উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য দ্বিতীয় স্থানাধিকারী। নিজস্ব চিত্র

জয় রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। অন্যদিকে ৪৯৭ নম্বর পেয়েছেন তরঙ্গপুর এন কে হাইস্কুলের মীরা দেবশর্মা। সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের শুভাশিস দাস পেয়েছেন ৪৯৬। ইসলামপুর গার্লস হাইস্কুলের রূপালী বিশ্বাস, সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের অনুভব সাহা ও বরুন প্রাণপ্রিয় বিদ্যাপীঠ হাইস্কুলের গৌতমী পাহানের ঝুলিতে রয়েছে ৪৯৪ নম্বর।

আরও পড়ুনঃ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ফালাকাটায়

এরপরেই রয়েছেন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের জয়ত্রী পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩।রায়গঞ্জের জয় মন্ডলের বাবা জ্যোতির্ময়বাবু রায়গঞ্জের পশ্চিম দিনাজপুর স্পিনিং মিলের অবসর প্রাপ্ত কর্মী। চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসর নিয়েছেন। চরম আর্থিক সংকটের মধ্যেই বাবা, মা আর দিদির সাথে দিন গুজরান করেন জয়।

আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় ভিড় এড়াতে কৃষক বাজারে চালু পাইকারি সবজি বাজার

মা মায়া মন্ডল বলেন, ‘ছেলেকে খুব ভালো খাবারও দিতে পারিনি। ওকে সব সময় বলতাম বড় হয়ে বাবার পাশে দাঁড়াতে হবে। ছেলের লেখাপড়ার প্রতি আগাগোড়াই আগ্রহ বেশি ছিল। সরকারি সাহায্য পেলে ওর স্বপ্ন সফল হতে পারে, নয়তো আমাদের পক্ষে ওকে ডাক্তারি পড়ানো প্রায় অসম্ভব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here