মোদীর প্রশংসায় পঞ্চমুখ সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র

0
163

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন সুপ্রিম কোর্টের অভিজ্ঞ বিচারপতি জাস্টিস অরুণ মিশ্র। তিনি মোদিকে ‘আন্তর্জাতিক স্বীকৃত দূরদৃষ্টি সম্পন্ন’ ও ‘একজন বহুমুখী প্রতিভা’ বলে মন্তব্য করেন।

ছবি: সংগৃহীত

শনিবার ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কনফারেন্স ২০২০- এর উদ্বোধনী অনুষ্ঠানে  এই অভিজ্ঞ বিচারপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আইনমন্ত্রী শ্রী রবি শংকর প্রসাদের উপস্থিতিতেই ১৫০০ লুপ্তপ্রায় আইন তুলে দেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় ‘জুডিশিয়ারি এন্ড চেঞ্জিং ওয়ার্ল্ড’ শীর্ষক আলোচনায় তিনি বলেন ,” মানুষ কিভাবে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে সেটা আমাদের প্রধান  চিন্তার বিষয়। নরেন্দ্র মোদির অনুপ্রেরণা মূলক ভাষণ অনুঘটকের মত কাজ করে। তিনি একজন বহুমুখী প্রতিভা। তিনি স্থানীয় স্তরে কাজ করলেও তাঁর চিন্তা ভাবনা সার্বজনীন।”

অভিজ্ঞতার নিরিখে শীর্ষ আদালতের তৃতীয় এই বর্ষীয়ান  বিচারপতি আরও  মন্তব্য করেন যে ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। সফলতার সঙ্গে সেটা কিভাবে চলছে ভেবে মানুষ অবাক হয়ে যায়। তিনি বলেন, ” আন্তর্জাতিক স্তরে স্বীকৃত দূরদৃষ্টি সম্পন্ন মোদির নেতৃত্বে ভারত আন্তর্জাতিক স্তরে বন্ধুত্বপূর্ণভাবে এবং অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে চলেছে।”

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here