নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
ইন্টারনেট দুরকমের কাজ করে। ইন্টারনেটের সাহায্যে দ্রুত সারা বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যোগাযোগ করা যায় এই ইন্টারনেটের মাধ্যমেই। তেমনই আবার মানুষকে একঘেয়েমি জীবন থেকে বের করে আনতে এই ইন্টারনেটের সাহায্যে বিভিন্নরকম মজার কাজ করা যায়। যা দেখে আপাত দৃষ্টিতে আনন্দ পেলেও তা যে আসলে কোনো সঠিক জিনিসকে বিকৃত করে দেখানো হচ্ছে, সেটা কেউ সহজে বুঝে উঠতে পারেননা।
যেমন সম্প্রতি জনপ্রিয় কার্টুন ‘ছোটা ভীম’-এর চরিত্রকে বিকৃত করে ভুয়ো পোস্ট করা হয়েছিল ফেসবুকে। সেই পোস্টে দেখানো হয়েছে যে, ছোটা ভীম তাঁর প্রিয় বান্ধবী ছুটকিকে একা রেখে দিয়ে ইন্দুমতীকে বিয়ে করে চলে যাচ্ছে। ছোটা ভীম, চুটকি এবং ইন্দুমতী তিনজনেই কার্টুন ‘ছোটা ভীম’-এর চরিত্র। চুটকির মতো কাউকে ব্যবহার করার জন্য এবং তাঁর প্রাপ্য ও শ্রদ্ধা জানাতে কখনও তাঁকে প্রধান চরিত্র ছোটা ভীমের বাম, ডান এবং মাঝখানে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনা ব্যাপকভাবে সাড়া ফেলেছিল নেটদুনিয়ায়। হ্যাশট্যাগ জাস্টিস ফর ছুটকি ট্রেন্ডিংয়ে এই পোস্টের ক্যাপশনে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।
এরপরই ‘ছোটা ভীম’ কার্টুনের অফিশিয়াল ফেসবুক পেজে হ্যাশট্যাগ জাস্টিস ফর ছুটকি দিয়ে গ্রীন গোল্ড অ্যানিমেশনের পক্ষ থেকে এই কার্টুনের ক্রিয়েটার একটি পোস্ট করেন। তাতে স্পষ্ট লেখা আছে, “এই কার্টুনটিকে শুধুমাত্র ছোটদের মনোরঞ্জনের জন্য তৈরি। এই ‘নিষ্পাপ’ কার্টুনটি তিনটি চরিত্রের মধ্যে প্রেম এবং বিবাহের দিকে চলে না যায়। সোশ্যাল মিডিয়ায় এই কার্টুনটিকে বিকৃত করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584