নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
লকডাউন চলছে আর কাজও বন্ধ, কিভাবে কি করবে সেই চিন্তায় সাইকেল নিয়েই বিহার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কদর আলি নামের এক ৩৩ বছরের ব্যক্তি।
তিনি বিহারে ফেরির ব্যবসা করতে গিয়েছিলেন মাস কয়েক আগে, তার পরে দেশে লকডাউন শুরু হয়। চার মেয়ে ও স্ত্রী নিয়ে ছিল তার সংসার। সংসারে একাই উপার্জন করার মানুষ ছিলেন তিনি।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় আরো একধাপ ফালাকাটা সুপার স্পেশালিটির
সেই জন্য গ্রামে কোনো কাজ না থাকায় ভিন রাজ্যে পাড়ি দেন অর্থ উপার্জনের জন্য। কিন্তু লকডাউন তাদের কাছে এক অভিশাপ হয়ে আসলো। আজ তার নিথর দেহ পরিবারের হাতে তুলে দিতেই কান্নায় ভেঙ্গে পড়েন কদর আলির পরিবার।
এখন কি ভাবে কি করবো কিছু বুঝে উঠতে পারছিনা বলে জানান কদর আলির বড়ো মেয়ে। সরকারের কাছে আর্জি জানাচ্ছি আমাদেরকে যেন সাহায্য করা হয়। এই লকডাউনের সময় কি ভাবে চলবে তা নিয়ে সমস্যায় কদরের পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584