পিয়ালী দাস, বীরভূমঃ
বোলপুরে দলীয় কর্মসূচিতে এসে কেন্দ্রের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানালেন, “পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, নির্বাচন কমিশনের উচিত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা। নির্বাচন কমিশনের কাছে দলের তরফে আবেদন করা হবে যাতে আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
সংবিধান, কেন্দ্র এবং রাজ্যকে যে ক্ষমতা দিয়েছে সেটা সঠিকভাবে দু’পক্ষকেই প্রয়োগ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আচরণ তাতে আমাদের মনে হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরের কোনো দেশ।
আরও পড়ুনঃ একুশের মহারণের আগে বীরপাড়ায় কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ বিমল গুরুংয়ের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন আচরণ যেন উনি এই দেশের রাজা এবং উনি যেভাবে রাজ্য পরিচালনা করবেন প্রত্যেককে সেই ভাবে পরিচালিত হতে হবে।” আগামী ২৪ তারিখ বিশ্বভারতীর সাথে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বিশ্বভারতীর আচার্য তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ব্যাপারে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে সামান্য আলোচনা সৌজন্যমূলক সাক্ষাৎ তিনি জানিয়েছেন।
আরও পড়ুনঃ বালুরঘাটে চাকরির প্রতিশ্রুতি কার্ড বিলির কর্মসূচি যুব মোর্চার
বিশ্বভারতীর প্রাচীর ভাঙা কে কেন্দ্র করে যে উৎশৃঙ্খলাতার সৃষ্টি হয়েছিল তা গুরুদেবের ভাবমূর্তি দেশের কাছে ক্ষুন্ন হয়েছে। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা জানিয়েছেন, আগামী কুড়ি তারিখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহ এক মহা মিছিলে যোগ দেবেন। মিছিল শেষে তিনি একটি পথসভা করবেন। কর্মসূচির মধ্যে তিনি একবার বিশ্বভারতী আসার ইচ্ছা প্রকাশ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584