নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর অঞ্চলের জাতরুভিটা গ্রামের বাসিন্দা বিশু লাল সিংহ গত এক বছর ধরে ক্যান্সারে ভুগছেন।
বাড়িতে উপার্জনকারী একমাত্র ছিলেন তিনি। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকেই অভাবে দিন কাটছে তার। এই খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ।
এদিন কাজল ঘোষের নির্দেশে ওই ব্যক্তির বাড়িতে এক মাসের খাদ্য সামগ্রী দিয়ে আসেন অশোক বিশ্বাস,সীতম পাল, ভাস্কর শীল, সহ বিশিষ্ট সমাজসেবী ও পুলিশ কর্মী বাপন দাস।
আরও পড়ুনঃ মানবতার নজির, সুনীল আশিসদের
এই বিষয়ে বিশু লাল বাবু জানান, ‘আমার পরিবারে একমাত্র রোজগার করার মত আমি ছিলাম। এই রোগে আক্রান্ত হয়ে আমাদের খুব কষ্টে দিন কাটছে।
বাড়িতে ছেলে-মেয়ে ও স্ত্রী রয়েছে। কিভাবে সংসার চলবে তা বুঝে উঠতে পারছি না। আর লকডাউনের কারণে যতটুকু জমি চাষ করেছিলাম সেই ফসলেরও বাজারে দাম নেই।
তবে সাহায্য পেয়ে খুশি।’ অপরদিকে শিলিগুড়ি মহকুমার বিরোধী দলনেতা কাজল ঘোষ বলেন, ‘আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন মানুষের পাশে থাকতে।
তাই আমি জানতে পারি যে ওই ব্যক্তি অনেক কষ্টে দিন কাটাচ্ছে। তাই এদিন এক মাসের খাদ্য সামগ্রী তুলে দিলাম। পাশাপাশি ওই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584