পিয়ালী দাস,বীরভূমঃ
বীরভূম লোকসভার দুটি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস দুই প্রার্থী জয়লাভ করেছে লোকসভা নির্বাচনে।তবুও স্বস্তিতে নেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল,কারণ কাটা ঘায়ে নুনের ছিটার মত বেশকিছু বিধানসভা এলাকাতে বিজেপির থেকে পিছিয়ে আছে তৃণমূলের প্রার্থী।তাই বিপদ থেকে মুক্তি পেতে রাজ্য নেতৃত্বের নির্দেশে নানুরের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূলের নেতা কাজলের সঙ্গে বৈঠক করলেন নিজের বাড়িতে অনুব্রত মণ্ডল।
তৃণমূলের ছিলাম,তৃণমূলেই আছি,যতদিন বাঁচবো তৃণমূলেই থাকবো।এমনটাই জানালেন বীরভূমের নানুর এ দাপুটে তৃণমূল নেতা কাজল সেখ।সোমবার বোলপুরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে আচমকাই পৌঁছে যায় কাজল শেখ। প্রায় এক ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক হয় কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের মধ্যে।
বৈঠক শেষে কাজল শেখ জানান,তৃণমূলের সঙ্গে দূরত্ব হয়েছে বলে আমার যে প্রচার চলছে সেটা সর্বৈব মিথ্যা। তৃনমূল কংগ্রেসের শুরু থেকে দল করছি,সিপিএমের সন্ত্রাস থেকে মুক্ত হবার জন্য অনেক বলিদান দিয়েছে আমার পরিবার।কোন মূল্যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোন রাজনৈতিক দলে যাবার কোন সম্ভাবনাই নেই।
গত বিধানসভা নির্বাচনে নানুর বিধানসভা এলাকায় সিপিএম প্রার্থী জয়লাভ করেছিল, তারপর থেকেই কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের কিছুটা দূরত্ব তৈরি হয়।এই দূরত্ব নিয়ে কাজল শেখ তার প্রতিক্রিয়ায় বলেন, সাময়িকভাবে ফল খারাপ হয়েছিল কারণ আমরা হয়ত মানুষের কাছে ঠিক-ঠাক সঠিক তথ্য তুলে ধরতে পারিনি,কিন্তু এই লোকসভা নির্বাচনে আমাদের ফল ভালো হয়েছে,আগামী বিধানসভা নির্বাচনেও নানুরে তৃণমূলের প্রার্থী আবার জয়লাভ করবে আপনারা মিলিয়ে নেবেন।
নানুরে কোনদিনও গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না।সবটাই বিরোধীদের অপপ্রচার ছিল।সোমবার কি বৈঠক হলো সে বিষয়ে কাজল শেখ বলেন,এই আলোচনা প্রকাশ্যে আনা সম্ভব নয় কারণ এটা দলীয় শৃঙ্খলার বিষয়।তবে এটুকু বলতে পারি জেলা সভাপতি কেষ্ট দা যেমন ভাবে নির্দেশ দেবেন সেই ভাবেই আমরা কাজ চালিয়ে যাব মমতা ব্যানার্জি হাত শক্ত করতে।
আরও পড়ুনঃ বিজেপির দখলদারি রুখতে পাল্টা বুঝে নেওয়ার হুঙ্কার শুভেন্দুর
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানান,জেলার দলীয় কর্মীদের নিয়ে বৈঠক ছিল, সেখানে নানুরের তৃণমূল নেতা কাজল শেখ ও হাজির ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584