নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আবাসিকদের হাতের কাজের তৈরি জিনিস দিয়ে প্রদর্শনীর আয়োজন করল কাজলা জনকল্যাণ সমিতি।
করোনা আবহে লকডাউনে স্কুল, কলেজ বন্ধ। সমস্ত সরকারী ও বেসরকারী পরিচালিত শিশু আবাসগুলির আবাসিকদের স্বাভাবিক চলাফেরা প্রায় বন্ধ।
বেশিরভাগ সময় চার দেওয়ালের ঘেরাটোপে কাটছে তাদের জীবন। তার উপর আবার আমপানের আঘাত। এই পরিস্থিতির মধ্যে তপোবন শিশু আবাসের আবাসিকরা বিভিন্ন হাতের কাজ, করোনা নিয়ে ছড়া, বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন উপকরণ, ইত্যাদি তৈরি করেছে।
আরও পড়ুনঃ পুলিশ কর্মীদের ফুল – মিষ্টি দিয়ে সম্মান বিজেপির
আজ তারা কাজলা জনকল্যাণ সমিতির কক্ষে একটি প্রদর্শনীর ব্যবস্থা করে। এই প্রদর্শনী কক্ষের উদ্বোধন করেন কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা।
উপস্থিত ছিলেন কাঁথি-৩ নং ব্লকের অঙ্গনওয়াড়ী সুপারভাইজার রীতা দাস, কাজলা জনকল্যাণ সমিতির কো-অর্ডিনেটর বিবেকানন্দ সাহু, কমল দাস, তপোবন শিশু আবাসের সুপারিন্টেডেন্ট দীপালী নন্দী, প্রমুখ। কাঁথি-৩ নং ব্লকের অঙ্গনওয়াড়ী সুপারভাইজার রীতা দাস তপোবন শিশু আবাসের এই উদ্যোগকে সাধুবাদ জানান। যে সমস্ত আবাসিকরা প্রদর্শনীর প্রস্তুতি নিয়েছে তাদেরও উৎসাহিত করেন তিনি।
তারা যাতে নিয়মিত এই ধরণের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকে সে বিষয়ে পরামর্শ দেন। এই প্রদর্শনীর কাজে যারা হাত লাগিয়েছে তারমধ্যে উল্লেখযোগ্য সৌমেন মাইতি, সেক রাজা, বিজয় মাইতি, সুমন রেড্ডি, মোহন সেন, সুজয় মুর্মু, প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584