রাজেশ খান,কলকাতা:– “কলামন্থন অ্যাকাডেমি অফ ফাইন আর্টস”-এর উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে “কলামন্থন পরিবার উৎসব।” ২৭ ডিসেম্বর ‘রোটারি সদনে’ এই বাৎসরিক অনুষ্ঠানের শুভ সূচনা করবেন রাজ্যের দুইজন মাননীয় মন্ত্রী পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি, বিপর্যয় মোকাবেলা মন্ত্রী জাভেদ খান। অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করতে উপস্থিত থাকছেন জেলা পরিষদের সদস্য মাননীয় কাইজার আহমেদ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন (বিজ্ঞান), শরীরবিদ্যা বিভাগের অধ্যাপক শ্রী গৌতম পাল, উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ, বিশিষ্ট সঙ্গীতশিল্পী নূপুর কাজী, বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর আলম, প্রবীর ঘোষ রায়, সুব্রতা ষোষ রায়, মুকুল চক্রবর্তী, তন্ময় সাধুখাঁ, জনপ্রিয় অভিনেত্রী সুপর্ণা পাত্র ও সুচেতা চক্রবর্তী প্রমুখ।
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর ২টা থেকে শুরু হবে। এই সাংস্কৃতিক অভিনব প্রয়াস সকলকেই মুগ্ধ করবে আশা প্রকাশ করেছেন আয়োজক সুমন দাস।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ নৃত্য (থিম) বাহুবলি, নারী শক্তি, প্লাস্টিকের কুপ্রভাবে প্রকৃতির অবক্ষয়, এছাড়াও থাকছে আবৃত্তি ও সংগীত।
নৃত্যনাট্য তাসের দেশ, টেলিফিল্ম গল্পছবি-ট্রেলার রিলিজ, ব্যান্ড অ্যাকো ফিভার, এছাড়াও ক্লাসিকাল নৃত্য, লোক নৃত্য ও অন্যান্য সৃজনশীল নৃত্য ও সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সংগীত শিল্পী নূপুর কাজী, আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ড. পিনাকী চট্টোপাধ্যায়।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন (বিজ্ঞান), শরীরবিদ্যা বিভাগের অধ্যাপক শ্রী গৌতম পাল ও অন্যান্য অতিথিদেরকে বিশেষভাবে সম্মানিত করা হবে এই অনুষ্ঠানে। এই সাংস্কৃতিক মঞ্চের প্রধান উদ্দেশ্যই হল ভাঙড়কে সাংস্কৃতিক দিক থেকে বৈভব পূর্ণ এক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা দেওয়া। নিরলসভাবে এলাকার যে সকল ভূমিপুত্ররা কাজ করছেন এবং সর্বদা মানুষের পাশে রয়েছেন তাদের এক ছাতার তলে এনে যোগাযোগ রক্ষা করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। আয়োজক, নৃত্য ও চলচ্চিত্র পরিচালক সুমন দাস, সহ নৃত্য পরিচালক সৌমিত্র ঘোষ, পূজা সর্দার, গর্বিতা ভৌমিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584