নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ
বৃহষ্পতিবার দুপুরে কালবৈশাখী ঝড়ের দাপটে দক্ষিন দিনাজপুর জেলার বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। যদিও প্রশাসনের তরফে এখনও এই নিয়ে কোন মন্তব্য করা হয়নি। কেননা এখনও তাদের কাছে কোন রিপোর্ট এসে পৌছয়নি।
তবে ঝড়ের গতিবেগ আজ প্রবল থাকায় ও সঙ্গে বৃষ্টি চলায় বালুরঘাট শহর সংলগ্ন আশপাশের গ্রাম বোয়ালদার, খাসপুর, দেবীপুর,হৃদয়পুর গ্রাম গুলির থেকে বেশ কিছু টিনের বাড়ি ঘর উড়িয়ে নিয়ে যাওয়ার খবর সংবাদমধ্যমের কাছে এসে পৌঁছেছে। ভেঙ্গে পড়েছে বেশ কিছু গাছ। পাশাপাশি বালুরঘাট শহরের হাইস্কুল ময়দানে লকডাউনের জন্য অস্থায়ীভাবে গড়ে তোলা বালুরঘাট পুরবাজারের ঘর গুলিও ভেঙ্গে পড়েছে বলেও খবর।
আরও পড়ুনঃ করোনা আবহে ভুট্টা ব্যবসা নিয়ে উদ্বেগ ডালখোলায়
এছাড়াও বালুরঘাট শহরে প্রবেশের প্রধান বালুরঘাট – মালদা ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর গাছ ভেঙ্গে পড়ে গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটেছে। যদিও খবর পেয়ে পিডব্লিউডির কর্মীরা ওই গাছ কেটে সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার কাজে হাত লাগিয়েছে।অধিক সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও প্রবল বৃষ্টি চলছে, আকাশে মেঘের গর্জন রয়েছে তবে ঝোড়ো বাতাস নেইই বললেই চলে। আজকের কালবৈশাখী ঝড়ে জনজীবন ভালই বিপর্যস্ত হয়ে পড়েছে বালুরঘাট শহরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584