মাঠে কাটা পাকা ধান নষ্ট করলো কালবৈশাখী, মাথায় হাত চাষিদের

0
77

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রাজ্যের বেশ কয়েকটি জেলার ইতিমধ্যেই কালবৈশাখীর দাপটের ছবি আমরা দেখেছি। এর পাশাপাশি বহু জেলাতেও এই ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকা। তবে কয়েকদিন ধরে একটানা প্রবল বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় বোরো ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।

Paddy Field | newsfront.co
নিজস্ব চিত্র

জানা যায়, মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত কঙ্কাবতী অঞ্চলের নেপুরা এলাকায় চাষিরা, পাকা বোরো ধান কেটে মাঠে রেখেছিল। কিন্তু এভাবে যে বৃষ্টি কাল হয়ে আসবে, তা চাষিরা বুঝতে পারেনি।কয়েক দিনের টানা ঘন্টা খানেকের বৃষ্টিতে নষ্ট হল জমিতে কেটে রাখা ধান। ধার দেনা করে টাকা নিয়ে জমিতে বোরা ধান রোপন করেছিল চাষিরা। কিন্তু বৃষ্টির ফলে ধান পচে যাওয়ার কারণে টাকা শোধ করার কথা ভেবেই মাথায় হাত চাষিদের।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে এক ভবঘুরের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Paddy field | newsfront.co
নিজস্ব চিত্র

অপরদিকে মাঠের মাঝে জলে ডুবে রয়েছে কাটা ধান। আর তা দেখেই খাবারের সন্ধানে পরিযায়ী পাখিরা জমির ওপরে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর এমন দৃশ্য এর আগে কোনদিন দেখেনি নেপুরা গ্রামের চাষিরা। চোখের সামনে পরিযায়ী পাখিরা সব ধান খেয়ে চলে যাবে সেই ভেবেই হতাশায় চাষিদের পরিবার।

যদিও এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি দফতরের কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরি বলেন, “ঝড় ও প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলায় বোরো ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার কৃষি দফতর থেকে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখে, চাষিদের ক্ষতি পূরণ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here