তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
বুধবার সন্ধ্যায় মশাল প্রজ্বলন ও সাদা পায়রা উড়িয়ে ৫দিন ব্যাপী কালিয়াগঞ্জ পৌর উৎসবের সূচনা করলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য ,কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল,উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলার মুখ্য স্বাস্থ আধিকারিক প্রকাশ মৃধা,উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ,হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়,জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা,পৌর সভার নির্বাহী আধিকারিক জনার্দন বর্মন,ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা,সমাজসেবী স্বপন সরকার।
উদ্বোধক অমল আচার্য বলেন “কালিয়াগঞ্জ পৌর সভার দ্বিবার্ষিক পৌর উৎসবে কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষ যে ভাবে অংশগ্রহণ করেছেন তা দেখে আমি অভিভূত।এত মানুষের সমাগম দেখে মনে হওয়া স্বাভাবিক সত্যি সত্যিই এই পৌর উৎসব প্ৰকৃতই কালিয়াগঞ্জ উৎসবে পরিণত করতে পেরেছেন কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক পাল।মানুষ তাকে ভালো না বাসলে মানুষের ঢল নামতে পারেনা।”৫ দিনের এই পৌর উৎসবে কালিয়াগঞ্জের মানুষ আনন্দে মেতে উঠুক বলে উপস্থিত সবাইকে অভিনন্দন জানান তিনি।
সন্ধ্যায় কালিয়াগঞ্জের পৌর পিতার সাথে মশাল নিয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করেন জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন,পৌর পিতা কার্তিক পাল ক্রীড়া পর্ষদ এর অন্যতম সদস্য অসীম ঘোষ,পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়,জেলা পরিষদ সদস্য পূজা আচার্য ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা,সমাজসেবী স্বপন সরকার ,পৌরসভার নির্বাহী আধিকারিক জনার্দন বর্মন ,পৌরসভার উপ পৌর পিতা বসন্ত রায় সহ কালিয়াগঞ্জ এর বিশিষ্ট ব্যক্তিগণ। শোভাযাত্রায় অংশগ্রহণ করে কন্যাশ্রীরা, কালিয়াগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ মোটর বাইক রেলি বের হয়,জাতীয় সেবা প্রকল্প,আদিবাসী নৃত্যের দল, মুখা নাচ ,ঢাকিদের দল ,এন সি সি সহ হাজার হাজার মানুষের শোভাযাত্রায় অংশগ্রহণ।
পৌর উৎসবে আগামী কাল থেকে চলবে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান,নাটক।আগামী ১৮ই নভেম্বর বিভিন্ন গুণী জনদের সম্বর্ধনা দেওয়া হবে,প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ এবং থাকবে কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চ্যাটার্জি বাংলা গানের অনুষ্ঠান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584