নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা মোকাবিলায় প্রতিদিন এলাকাবাসীদের বাড়ি পরিদর্শনে যাচ্ছেন কালিয়াগঞ্জের পুর স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার সে কারণে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য গাউন দেওয়া হল। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের হাতে এই গাউন তুলে দেন কালিয়াগঞ্জের পুরপ্রধান কার্তিক পাল। তবে অনেকটা পিপিই কিট ধাঁচের এই গাউন পরেই, আগামীতে করোনা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ করবেন এই স্বাস্থ্যকর্মীরা।
যদিও এতদিন এই স্বাস্থ্য কর্মীরা শুধুমাত্র মাস্ক ও দস্তানা পরে শহরের সতেরোটি ওয়ার্ডে ডোর-টু-ডোর, সার্ভের কাজ করে আসছিল। সে জন্য এই স্বাস্থ্যকর্মীদের কথা ভেবে, তাঁদের উপর নিরাপত্তা আরও জোরদার করতে এই পদক্ষেপ নিল রাজ্য নগর উন্নয়ন সংস্থা।
আরও পড়ুনঃ শিলিগুড়ির বিভিন্ন এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
যদিও পুরপ্রধান কার্তিক পাল জানান,”এই শহরকে করোনা মুক্ত রাখার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে আমাদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাফাই বিভাগের শ্রমিকেরাও। তাদের নিরাপত্তার জন্য আমাদের পক্ষে সাধ্যমত চেষ্টা করছি। তাই সুডার তরফে পুর স্বাস্থ্য কর্মীদের জন্য গাউন পাঠানো হয়েছে। সেই গাউন তাঁদের হাতে তুলে দেওয়া হল”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584