সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
১২ তারিখ থেকে শুরু হয়েছে ‘কল্পতরু কমিউনিটি কিচেন’। ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির এমন কর্মসূচি শুরু হওয়ার অপেক্ষায় ছিল ডায়মণ্ড হারবারবাসি । করোনা ভাইরাস প্রতিহত করতে মরিয়া রাজ্য সরকার। যার জেরে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সহযোগিতা করছে বহু সাধারন মানুষ।
ইতিমধ্যেই সাতটি বিধানসভায় ২১ টি মাল্টি কিচেন তৈরী হয়েছে । আর সেই খাবার পৌঁছে যাচ্ছে পঞ্চায়েত এলাকায়। প্রতিটি রান্নাঘরে সিসিটিভি বসান হয়েছে । সাংসদ নিজেই বিষয়গুলি কালিঘাট থেকে তদারকি করছেন ।
আরও পড়ুনঃ প্রতিবন্ধী পরিবারকে সামগ্রী-অর্থ প্রদান, সরকারি সাহায্যের আশ্বাস ব্লক সভাপতি
ইতিমধ্যে দুঃস্থদের ত্রাণের জন্য বানানো প্রতিটি রান্নাঘর পরিদর্শনে আসেন অভিষেক ব্যানার্জির প্রতিনিধি সুমিত রায়। পরিস্থিতি মোকাবিলা করতে প্রত্যন্ত গ্রাম গুলিতে ইতিমধ্যে পৌঁছে গেছে খাবার ।
এমনকি দলের বুথ কর্মীরা গ্রামে গ্রামে বাইকে করে ঘর বন্দিদের হাতে পৌঁছে দিচ্ছে সেই খাবার। যা পেয়ে খুশি অনেকে। পাশাপাশি প্রবীন থেকে নবীন সাংসদ অভিষেক ব্যানার্জির এমন কাজে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584