ওয়েবডেস্কঃ
আজ সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। আনুমানিক শপথ গ্ৰহনের দু’ঘন্টা পরেই প্রথম কাজ যেটা তিনি করেন তা হল কৃষিঋণ মকুবের ফাইলে স্বাক্ষর।তবে এই ঋণ মকুবের পরিমাণ দু’লক্ষটাকা পর্যন্ত ।
বৃহস্পতিবার রাত্রে কমলনাথকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। তারপরেই এক ইন্টারভিউয়ে তিনি বলেন শপথ নিয়েই তিনি কৃষিঋণ মকুবের ব্যপারটা দেখবেন। সেইমত আগে থেকেই রাজ্যের সচিবরা বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণের তথ্য সংগ্রহ করেন। জানা গেছে ঋণ মকুবের ফলে রাজকোষ থেকে আনুমানিক প্রায় ৫০ হাজার কোটি টাকা খরচ হবে।
মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রচারের অন্যতম হাতিয়ার ছিল কৃষিঋণ মকুব। প্রচারে দলের সভাপতি রাহুল গান্ধীও কৃষিঋণ মকুবের কথা বার বার বলেছেন।তিনি কথাও দিয়েছিলেন রাজ্যে সরকার গঠনের দশ দিনের মধ্যেই কৃষকদের ঋণ মকুব করা হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584