নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মেয়াদ শেষে ইসলামপুর পুরসভার প্রশাসক নিযুক্ত হলেন বিদায়ী পুর চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালা। শুক্রবার থেকে ইসলামপুর পুরসভার প্রশাসক হিসেবে কাজ শুরু করবেন। বৃহস্পতিবার ২১ মে শেষ হয়েছে ইসলামপুর পুরসভার ৫ বছরের মেয়াদ।
বৃহস্পতিবার শেষ বেলায় ইসলামপুর পুরসভার দুই সদস্যের প্রশাসক মন্ডলীর নাম জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য পুরদপ্তর। পুর প্রশাসক হিসেবে কানাইয়ালাল আগরওয়ালা ও প্রশাসক মন্ডলীর সদস্য নাগিনা বেগমের নাম জানিয়েছে নবান্ন। নাগিনা বেগম ইসলামপুর পুরসভার ভাইস চেয়ারপার্সন ছিলেন। বৃহস্পতিবার এই নির্দেশিকা আসতেই ইসলামপুর পুরসভায় স্বস্তির আবহ।
আরও পড়ুনঃ চিকিৎসক-নার্সদের সংক্রমণ আটকাতে সল্টলেক আমরিতে ব্যবহার করা হচ্ছে রোবট
ইসলামপুরের দীর্ঘদিনের পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়ালাকে প্রশাসক হিসেবে পেয়ে খুশি পুরসভার কর্মীরা। কানাইয়ালাল আগরওয়ালা উত্তর দিনাজপুর জেলা তৃনমূল সভাপতির দায়িত্বে রয়েছেন। বৃহস্পতিবার নির্বাচিত পুরপ্রধান হিসেবে শেষ দিন ছিল কানাইয়ার। শুক্রবার ইসলামপুরের পুর প্রশাসক হিসেবে নতুন ইনিংস শুরু করবেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584