নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মাকে হারালেন অভিনেতা কাঞ্চন মল্লিক। কান্নায় ভেঙে পড়লেন ইন্ডাস্ট্রির প্রিয় বন্ধু রুদ্রনীল ঘোষের কাঁধে মাথা রেখে। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন কাঞ্চনের মা। শনিবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সকালের জলখাবার খেয়ে শুয়েছিলেন। তারপর আর সাড়া মেলেনি তাঁর। ডাক্তার ডাকা হলে কাঞ্চনের মা’কে মৃত বলে ঘোষণা করা হয়। লড়াকু, দাপুটে অভিনেতা পুত্রকে রেখে অমরলোকে পাড়ি দিলেন তিনি।

এত অবধি সবই স্বাভাবিক চিত্র। কিন্তু মা মারা যাওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই চোখের জল বুকে চেপে ৫ জুলাই রবিবার শুটিং ফ্লোরে সঠিক সময়ে হাজির হলেন কাঞ্চন মল্লিক। এই চিত্র বিরল। ওয়েব সিরিজের শুটিঙের কাজে কাঞ্চন গেলেন ডায়মন্ড হারবার। কথা দিয়েছিলেন রবিবার করবেন শুটিং।
কথা মতোই হাজির হন ফ্লোরে। কস্টিউম, মেক আপ করে সারাদিন শট দিলেন অভিনেতা। মনের কষ্ট মনে চেপেই সারলেন শুটিং। নিজের মনের ভিতরে যাই চলুক না কেন, দর্শকের মনোরঞ্জন করতে অভিনেতাদের খামতি থাকে না। আর সেটাই করলেন কাঞ্চন।
আরও পড়ুনঃ দুই বন্ধুর জটিলতর খেলা নিয়ে শর্ট ফিল্ম ‘নেমেসিস’
একেই বলে জাত শিল্পী, একেই বলে নিষ্ঠা, একেই বলে দায়িত্ব এবং পেশাদারিত্ব। প্রিয় বন্ধুর এহেন মনের জোর আর নিষ্ঠাতে আপ্লুত রুদ্রনীল ঘোষ পোস্ট দেন নিজের সোশ্যাল মিডিয়া পেজ-এ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584