রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
রবিবারের দিন মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কান্দি কলেজ মোড় এলাকার একটি বেসরকারি পেক্ষাগৃহে কান্দি শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করা হলো। রবিবারের এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাঔনী সিংহ রায়, কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পুলিশের ট্যাবলো
এছাড়াও ছিলেন মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল ইসলাম আনির, মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভিশ্বদেব কর্মকার, মুর্শিদাবাদ জেলা আইএনটিটিইউসি সভাপতি তথা কান্দি ব্লক কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ কান্দি শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং কর্মীবৃন্দ। এদিনের এই কর্মীসভায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাঔনী সিংহ রায় ঘোষণা করলেন আগামী একুশে জুলাই মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি বুথ থেকে মোট ৩০ জন করে কর্মী নিয়ে ধর্মতলায় যাবেন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584