রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদে বেলডাঙাসহ কিছু স্থানে প্রতিবাদের নামে বিশৃঙ্খলা দেখা গেছে। কান্দির বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কান্দি পুলিশ প্রশাসনের উদ্যোগে শান্তি কমিটির মধ্যমে প্রতিটি অঞ্চলে সম্প্রীতির বার্তা দিতে বিশেষ আলোচনা শুরু হয়েছে। প্রসঙ্গ এই আলোচনার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যাক্তিসহ ইমামদের আমন্ত্রণ করা হচ্ছে ফলে সার্বিক ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে – নিজদের মধ্যে বিতর্কিত বিষয় নিয়ে অবান্তর আলোচনা না করে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও পরস্পরের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলায়। সোশ্যাল মিডিয়ায় কোনো বিতর্কিত মন্তব্য করা থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই বিরত থাকতে হবে।
আরও পড়ুনঃ জলঙ্গি বিডিও র উদ্যোগে সম্প্রীতি সভা ব্লক অফিসে
ইতিমধ্যে কান্দির পুরন্দর পুর গোকর্ণ, যশোহরী, মহলন্দী পঞ্চায়েত সহ বেশ কয়েকটি পঞ্চায়েতে আলোচনা শেষ করা হয়েছে। এই আলোচনা সভায় ইমাম সাহেবরা উপস্থিত থেকে পুলিশ প্রশাসনের এই সম্প্রীতির বার্তাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন এবং এই অভিনব উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন। এই আলোচনা সভায় উল্লেখযোগ্য বিষয় হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বিতর্কিত মন্তব্য, রাজনীতি, ধর্মের ভেদাভেদ ভুলে এক সঙ্গে হাতে হাত রেখে শান্তির বার্তা – মনে রাখতে হবে, সবার আগে আমরা মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584