শহরে বেআইনিভাবে টোটো চলাচল রুখতে কড়া পদক্ষেপ পুলিশের

0
86

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

 

মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে বেআইনি টোটো চলাচল রুখতে এবার কড়া হাতে নামল কান্দি থানার পুলিশ প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে আগেই কান্দি শহরে টোটো  চলাচল করবার জন্য বেশকিছু টোটো চিহ্নিত করে তাদের লাইসেন্স দেয়া হয়েছে।

police is taking action against illegal toto in kandi
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সরকারি আশ্বাসই সার, অধরা সমাধান; মোথাবাড়ির বাঙ্গীটোলা গ্রামে অমিল আর্সেনিক মুক্ত পানীয় জল

 

তাও কিছু আইন অমান্যকারী টোটো বিভিন্ন গ্রাম থেকে কান্দি শহরে এসে কান্দি শহরের যানজট সৃষ্টি করছে।  এবার সেই সমস্ত টোটোদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের করবার পথে নামল কান্দি থানার পুলিশ প্রশাসন। কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষের নেতৃত্বে কান্দি থানার পুলিশের এই উদ্যোগ আগামী বেশ কিছুদিন চলবে কান্দি শহর জুড়ে বলে পুলিশ সূত্রে খবর।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here