রক্তের সংকট মেটাতে রক্তদান ” উৎসর্গ ” এগিয়ে এলেন কান্দি থানার পুলিশ প্রশাসন

0
42

রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ  

জেলাজুড়ে রক্তের ঘাটতি। রক্তের জন্য সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং তার আত্মীয়রদের। কান্দি মহকুমা তথা মুর্শিদাবাদ ব্লাডব্যাঙ্কে রক্তের রক্তের ঘাটতি মেটাতে জেলা জুড়ে রক্তদান শিবির কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলার প্রতিটি থানায় আয়োজিত হচ্ছে উৎসর্গ, রক্তদান উৎসব। সোমবার কান্দি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল রক্তদান ‘উৎসর্গ’ উৎসব কর্মসূচী।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সরকারি পরিষেবা প্রদান শিবির জলঙ্গীতে

সোমবারের রক্তদান শিবিরে প্রায় ৭০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। প্রসঙ্গত এই রক্তদান শিবিরে  পুলিশ অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার্স পাশাপাশি মহিলা পুলিশের রক্তদানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী, কান্দি পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক, কান্দি পৌরসভার সহকারি পৌর পিতা গৌরী সিনহা বিশ্বাস সহ কান্দি পৌরসভা এবং কান্দি পঞ্চায়েত সমিতির বিভিন্ন জনপ্রতিনিধি ও কান্দি থানার পুলিশের বিভিন্ন আধিকারিক এবং পুলিশকর্মীরা। এই রক্তদান উৎসর্গ শিবির সফল করার জন্য কান্দিবাসিকে ধন্যবাদ জানিয়েছেন কান্দি পুলিশ প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here