নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশে দৈনিক করোনা সংক্রমণ ৫০ হাজারে নামলেও কয়েকদিন আগেই সেই সংখ্যা পেরিয়েছিল ৪ লক্ষের গণ্ডি। আবারও সেই সংখ্যা ৫ লক্ষ পেরোতে পারে বলে সতর্ক করছেন আইআইটি বিশেষজ্ঞরা।
কানপুর আইআইটি বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে দেশে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছতে পারে ৫ লাখ পর্যন্ত, এমনই বলা হয়েছে কানপুর আইআইটির এক সমীক্ষায়। কানপুর আইআইটি’র দুই অধ্যাপক মহেন্দ্র বর্মা ও রাজেশ রঞ্জনের নেতৃত্বে হয়েছে এই সমীক্ষা। এসআইআর (SIR) বা ‘সাসেপটিবল ইনফেকটেড রিকভার্ড’ মডেলের অনুসরণে হয় এই সমীক্ষা।
আরও পড়ুনঃ লাক্ষাদ্বীপ প্রশাসনকে জোর ধাক্কা, বিতর্কিত ২ নির্দেশিকায় স্থগিতাদেশ কেরালা হাইকোর্টের
সমীক্ষকরা বলেছেন, দ্বিতীয় ঢেউয়ে করোনার প্রভাব কমতে শুরু করতেই দেশজুড়ে বিভিন্ন রাজ্যে যেভাবে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে ১৫ জুলাইয়ের মধ্যে গোটা দেশই আনলক হয়ে যাবে, থাকবে না কোনো বিধিনিষেধ। মূলত এর ভিত্তিতেই করা হয়েছে এই সমীক্ষা। এর পাশাপাশি তারা জানিয়েছেন, আনলক প্রক্রিয়া চলাকালীন ও তারপরেও কোভিড বিধিনিষেধ মেনে চললে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে তৃতীয় ঢেউয়ের প্রকোপ থেকে। আগে থেকে সতর্ক থাকলে ২ লক্ষের আশপাশেই সংক্রমণ আটকে রাখা সম্ভব।
আরও পড়ুনঃ পরীক্ষা নিতে চাইলে ‘অঘটনের দায় সরকারের’, সতর্কবাণী সুপ্রিম কোর্টের
উল্লেখ্য, এর আগে এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া সতর্ক করে জানিয়েছেন, ভারতে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য। আগামী ৬ থেকে ৮ সপ্তাহেই ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে একমাত্র উপায় বিশাল সংখ্যায় টিকাকরণ। এরমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে করোনার আর এক প্রজাতি ‘ডেল্টা প্লাস’। ইতিমধ্যেই দেশের তিন রাজ্যে খোঁজ পাওয়া গেছে এই প্রজাতির। এই ভ্যারিয়েন্ট -এর মাধ্যমেই তৃতীয় ঢেউ আছড়ে পড়বে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584