সংহতি রক্ষায় প্রদর্শনী শুক্রবাড়ি হাই মাদ্রাসার কন্যাশ্রীদের

0
355

উমার ফারুক, নিউজ ফ্রন্ট,চাঁচল,২৮জুলাই:
আজ চাঁচল ২নম্বর ব্লকে কন্যাশ্রী দিবস উপলক্ষে যে প্রদর্শনীর আয়োজন করা হয় তাতে শুক্রবাড়ি এ.কে হাই মাদ্রাসার প্রদর্শনী সকলের নজর কেড়েছে।তাদের প্রদর্শনীর বিষয় ছিল -‘সংহতি রক্ষায় আমরা কন্যাশ্রী’।

প্রদর্শনী পরিচালনা করে মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী শিরিন সুমাইয়া,উম্মে ফারিন,রায়হানা ইয়াসমিন,নবম শ্রেণির নাসরিন শবনম বানু,দশম শ্রেণির মুসকান পারভীন,ফারহানা খাতুন রা।শুক্রবাড়ি এ.কে হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.মুজাফ্ফর হোসেন জানান -“আমাদের মাদ্রাসার কন্যাশ্রী ছাত্রীরা জাতি,ধর্ম,বর্ণ,ভাষা ও অঞ্চলের ভিত্তিতে দেশে যে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানাচ্ছে।এই বিষয়ে ইতিপূর্বে মাদ্রাসার আসপাশের এলাকায় পদযাত্রা ও রাখি বন্ধন করা হয়।”কন্যাশ্রী দিবসে সামগ্রিক কাজের মূল্যায়নের ভিত্তিতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেরা তিনি প্রতিষ্ঠান কে পুরস্কৃত করা হয়।প্রথম স্থান অধিকার করে সামসি কলেজ, দ্বিতীয় জিতারপুর হাই স্কুল এবং তৃতীয় শুক্রবাড়ি এ.কে হাই মাদ্রাসা।এমএসকে,জুনিয়র হাই,হাই স্কুল, হাই মাদ্রাসা ও কলেজ মিলে মোট ৪৩টি প্রতিষ্ঠানের কন্যাশ্রীরা আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here