পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র কাপাসবেড়্যা

0
122

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে গোটা এলাকা, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার কাপাসবেড়্যা এলাকায়।

নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায় মহিষাদল থানার কাপাসবেড়্যার ৪১ নম্বর জাতীয় সড়কে ট্রাফিক আইন না মেনে ভুল পথে বাইকে করে যাচ্ছিল দুই বাইক আরোহী, এরপর হলদিয়া গামী একটি লরি বাইকটিকে ধাক্কা মেরে চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, গুরুতর জখম হয় আরেকজন বাইক আরোহী।

নিজস্ব চিত্র

জানা যায় মৃতের নাম শেখ আব্দুল মজিদ(৬৫), গুরুতর আহত অবস্থায় সিরাজুল খান(৪০)। এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত সিরাজুল খানকে মহিষাদল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, এরপরই উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা।

নিজস্ব চিত্র

উত্তেজিত জনতা ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি এবং প্রায় কয়েক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে জাতীয় সড়কে। ঘটনাস্থলের খবর পেয়ে মহিষাদল থানার নেতৃত্বে নামানে হয় বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ।

উত্তেজনা। নিজস্ব চিত্র

জানা গেছে পরে পুলিশ এলে অনেকটাই নিয়ন্ত্রণে আসে গোটা এলাকা। বর্তমানে এলাকা থমথমে, রয়েছে চাপা উত্তেজনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here